সিবিএন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামতের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের বাসিন্দা নয়নসহ কয়েকজন মাটি ফেলে একটি কাঁচা সড়ক সংস্কার করেন। মঙ্গলবার নয়ন সড়ক মেরামতের কথা বলে জুয়েল নামে এক অটোরিকশা চালকের কাছে জনপ্রতি ১০ টাকা দাবি করেন। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই পক্ষ মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।
এ সময় উত্তেজনা বাড়তে থাকলে রাতে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এরই জেরে বুধবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।