আনোয়ার হোছাইন, ঈদগাঁও;

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আরো দুই আওয়ামী নেতা গ্রেফতার হয়েছে ।

বুধবার (২ অক্টোবর) রাতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমানের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই জুয়েল ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে দুই আওয়ামী নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল হুদা ও ইসলামাবাদ আওয়ামী লীগ নেতা দিদার মেম্বার।

থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা মচিউর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,থানা পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে ঈদগাঁও স্টেশন্থ বকসু পাড়া থেকে যুবলীগ নেতা নুরুল হুদা ও নিজ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা দিদার মেম্বারকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, আগের দিন ঈদগাঁও উপজেলা থেকে আরো চারজন আওয়ামী নেতাকে আটক করে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছিল।