কুতুবদিয়া প্রতিনিধি;
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আরমান হোসেন এর নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত পৃথক অভিযানে তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- কুতুবদিয়া শ্রমিক লীগ নেতা ফজলুল হক (৪০),আনোয়ার হোসেন পারভেজ (৩৫), আওয়ামী লীগের ওয়ার্ড নেতা কাইমুল হুদা (৫২)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরমান হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে কুতুবদিয়া শ্রমিক লীগ নেতা ফজলুল হক,আনোয়ার হোসেন পারভেজ,আওয়ামী লীগের ওয়ার্ড নেতা কাইমুল হুদা গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।