নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের সশস্ত্র দেহরক্ষী ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন জয়নাল (৫০)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে চকরিয়া থানাধীন কাঁচা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি পৌরসভা ৫নং ওয়ার্ড করইয়াঘোনার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে কক্সবাজার সিপিসি-০৩ ও র্যাব ক্যাম্প-১৫ বান্দরবান ক্যাম্প এবং চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জামাল উদ্দিন জয়নালকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।