সিবিএন ডেস্ক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বর্তমানে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। রাশিয়া, অস্ট্রেলিয়া ও জাপানসহ কয়েকটি দেশের সাথে এ বিষয়ে যোগাযোগ চলছে।
তিনি আরও বলেন, বিদেশে চিকিৎসার খরচ ব্যয়বহুল হলেও সংশ্লিষ্ট দেশগুলো এই খরচ মওকুফ করবে বলে জানিয়েছে। তবে তাকে কোন দেশে পাঠানো হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। এছাড়া, চীনের একটি চিকিৎসক দল এবং নেপালের একটি চক্ষু বিশেষজ্ঞ দলও আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় সহায়তা করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।