সিবিএন ডেস্ক:

জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া উচিত, কারণ নির্বাচনের চেয়ে সংস্কার অধিক গুরুত্বপূর্ণ। তবে সংস্কারের নামে সরকারের মেয়াদ অযথা বাড়ানো যাবে না।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকে সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে দুটি রোডম্যাপ দেয়া হয়েছে—একটি রাষ্ট্র সংস্কারের এবং অন্যটি নির্বাচনের। আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে।