এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
সাম্প্রতিক চকরিয়া উপজেলার উত্তর হারবাং গায়না কাটায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামী কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আবুল বশর, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শরিফুল আমিন, ইউনিয়ন আমীর শেখ আহমেদ, সেক্রেটারি জুনায়েদ সিকদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় আব্দুল্লাহ আল ফারুক বলেন, সাম্প্রতিক সময়ে ভারি বৃষ্টিতে পাহাড় ধ্বসের কারণে আপনাদের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা আপনাদের ভাই হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেখতে আসলাম। নানা বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও মজলুম সংগঠন জামায়াতে ইসলামী অসহায়দের পাশে সাধ্যমতো সহায়তার হাত প্রসারিত করেছে। এই মুহূর্তে দেশের বিত্তশালী ও হৃদয়বানদের উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।