সিবিএন ডেস্ক:

পাকিস্তানের করাচি বিমানবন্দর এলাকা আবারও জঙ্গি হামলায় কেঁপে উঠেছে। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২ জন চীনা নাগরিক, এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা সাংবাদিকদের ইমেইলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চীনা প্রকৌশলীদের একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই প্রকৌশলীরা করাচির কাশিম বন্দর এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করছিলেন। বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীটি মূলত চীনা নাগরিকদের লক্ষ্য করেই হামলা করেছে বলে জানা গেছে।

এই হামলায় গাড়ির ভেতরে বিস্ফোরক ডিভাইস সেট করে আঘাত হানা হয়েছে। বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

এর আগে বেলুচিস্তানে বিএলএ আরও একটি ভয়াবহ হামলা চালিয়েছিল, যাতে অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন।