নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ অগ্নিকাণ্ডে আতঙ্কিত সবাই। নিজেকে বাঁচাতে দিগবিদিক ঘুরাঘুরি। তারমধ্যে মানুষের জানমাল রক্ষায় কাজ করছে দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। অগ্নিকাণ্ডে আতঙ্কিত না হয়ে কীভাবে আত্মরক্ষা করতে হয় তা হাতে কলমে শিখিয়ে দিল অভিজ্ঞ দমকল বাহিনীর সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকালে কক্সবাজার সিটি কলেজে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আয়োজিত ভূমিকম্প, ভূমিধস ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় এই দৃশ্য তুলে ধরা হয়। মহড়ায় ভূমিকম্প ও ভূমিধসে হতাহতদের উদ্ধার তৎপরতা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও ইউএনডিপি’র সহযোগিতায় অনুষ্ঠিত মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ ক্যা থিন অং, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত হোসেন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য সহ সিটি কলেজের শিক্ষকগণ।

বক্তব্যে তারা বলেন, এই মহড়া বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করে অন্যদের সচেতন করতে পারবে।

মহড়ায় স্বতঃস্ফূর্ত অংশ নেয় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও সিটি কলেজের শিক্ষার্থীরা।