ইমাম খাইর, সিবিএন:
পর্যটন এলাকায় যাতে কোন প্রকার হয়রানি ও বেআইনি কার্যকলাপ না ঘটে সে লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
শারদীয় দূর্গাপূজা ও ছুটি উপলক্ষে পর্যটকসহ আগত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (৯ অক্টোবর) সকালে কক্সবাজার বীচ এলাকায় যৌথ পুলিশিং টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বীচ এলাকার অবৈধ দোকান, হকার উচ্ছেদ করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আবুল কালাম সিবিএনকে বলেন, আগামী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কক্সবাজারে ২-৩ লক্ষ পর্যটকের আগমন হবে বলে ধারণা করা যাচ্ছে। এমতাবস্থায় পর্যটকগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করে ছুটি উদযাপন করতে পারে সে লক্ষে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। বীচ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পর্যটকদের ভ্রমণ উপযোগী করাই একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, অভিযান সার্বক্ষণিক চলমান থাকবে। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি করা হবে না। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।
সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেজন্য ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান অব্যাহত থাকবে। পর্যটন শান্তির সোপানে সর্বাগ্রে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।