মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নিজাম উদ্দিন আহমদ (১৭৫৮৪) কে কক্সবাজার জেলা প্রশাসনের নতুন এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মাদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিজাম উদ্দিন আহমদ-কে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।
কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এর আগে কক্সবাজারের উখিয়ার ইউএনও ছিলেন। এছাড়া তিনি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নোয়াখালী সদর উপজেলার ইউএনও, এসি ল্যান্ড, সহকারী কমিশনার সহ জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নিজাম উদ্দিন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা। নিজাম উদ্দিন আহমদ সহসায় কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করবেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে। প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের প্রথম মহিলা এডিসি তাপ্তি চাকমা অন্যত্র বদলী হওয়ার পর পদটি তখন থেকে শূন্য থেকে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।