সিবিএন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের নেতৃত্বে একটি সফল অভিযানে ২৩টি দেশীয় অস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ তারিখে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মৌলভী মনির আহমেদ ও তার সহযোগীরা স্থানীয় জনগণকে জিম্মি করে জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর রাত ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ, র্যাব সিপিসি-০১ এবং টেকনাফ পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭) কে আটক করে।
অভিযানের সময় ২৩টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।