সিবিএন ডেস্ক ;

ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, সিয়েস্তা কি-তে ঘণ্টায় ১২০ মাইল বেগে আঘাত হানার পর ৩০ লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং অনেক বাড়ি বিধ্বস্ত হয়েছে।

জাতীয় হারিকেন সেন্টার জানায়, মিল্টন বুধবার রাতে স্থলভাগে প্রবেশ করে। এই সময় এটি কিছুটা দুর্বল হয়ে ২ নম্বর ক্যাটাগরিতে রূপ নেয়। প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফ্লোরিডার পরিস্থিতি পর্যবেক্ষণ করে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার ও পুনর্বাসনে সহায়তার কথা উল্লেখ করেছেন।

দুর্যোগের মাত্র দুই সপ্তাহের মধ্যে ফ্লোরিডা আবারও এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। পূর্ববর্তী হারিকেন হেলেনে অন্তত ২২৫ জন প্রাণ হারিয়েছিলেন।