মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু:

রামু সদর উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া তারবিয়াতুল উম্মাহ মডেল বালক ও বালিকা হিফজখানা মাদ্রাসায় ১০ অক্টোবর, বৃহস্পতিবার সাতজন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ্।

সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ইউসুফ এবং পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন জামিল।

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ রহমত উল্লাহ। সম্মানিত অভিভাবকদের মধ্যে ছিলেন হাফিজ আবুল ফয়েজ, মনজুর আলম কৌঃ, আলহাজ্ব মুস্তাক আহমেদ, আলহাজ্ব জাফর আলম, জামাল উদ্দিন, আলহাজ্ব রবিউল হাসান, রাশেদুল আলম, মামুনুর রশিদ সহ আরও অনেক অভিভাবক।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন জামিল, হাফেজ মাওলানা হারুনর রশীদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ইমরান হাবীব, মাষ্টার এনায়েত উল্লাহ রকি, এবং মহিলা শিক্ষক হাফেজা জান্নাতুল মারজান মীম।

যারা হিফজ সম্পন্ন করেছে, তাদের মধ্যে বালক শাখার শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ আরিয়ান নূর, মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ জিহাদ হোসেন। বালিকা শাখার শিক্ষার্থীরা হলেন আয়েশা সিদ্দিকা, শিফা মনি, তাজনোভা আক্তার।

অনুষ্ঠানটি আল্লাহ্’র দরবারে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।