নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছিল। ছাত্র—জনতার আন্দোলনের সেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করছে। আমরা তাদের সহযোগিতা করছি। সংস্কার শেষে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের দোসররা পালিয়েছে। কিন্তু তারা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ আনসার ও গার্মেন্টস শ্রমিকদের দিয়ে ষড়যন্ত্র করে সফল হয়নি। এবার দুর্গাপূজা নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে আছি। কেউ ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে পারবে না। এ জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখা আয়োজিত বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর শাখার সভাপতি সরওয়ার কামাল সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম লুৎফুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ—সভাপতি সাঈদুল আলম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সদর-রামু আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, আমিনুল ইসলাম হাসান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।