ইয়াছির আরাফাত খোকন, বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ ও ভারতের হিন্দু ধর্মালম্বীদের যৌথ আয়োজনে আমিরাতে অনুষ্ঠিত পূজায় অংশ নেন অন্যান্য দেশের সনাতন ধর্মাবলম্বীরাও। পূজা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং আরতিসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় পূজা উদযাপন করেন তারা। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা বলেন, বিজয়ের প্রথমভাগে দেবী দুর্গার বিদায়কে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধা আরতি অঞ্জলি প্রদান করছেন হিন্দু ধর্মালম্বীরা । সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় বঙ্গীয় পরিষদের উদ্যোগে প্রবাসী বাঙালিরাও মেতে উঠছেন দুর্গোৎসবে।অনুষ্ঠান তিনটি পর্যায়ে আয়োজিত হয়েছে। শুরু হয়েছে চিরাচরিত চন্ডীপাঠসহ মহালয়ার গানের মাধ্যমে। এরপর ছোটদের মহালয়া। যার মধ্যে ছিল কচিকাঁচাদের সমবেত কবিতা এবং নাচ। অনুষ্ঠানের শেষে ছিল কবিতা ও নাচের মেলবন্ধন। অনুষ্ঠানের ফাঁকেই কবিতার পাঠশালা বসেছে। ঢাকঢোল ও শঙ্খ বাজিয়ে অঞ্জলি দিয়ে আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর কাছে সবাই প্রার্থনা করেন।
হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। এ কুমারী পূজার জন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে নির্বাচিত করা হয়।