সিবিএন ডেস্ক:

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর নির্ধারণের সুপারিশ করেছে একটি বিশেষ কমিটি। তবে কমিটি অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি।

রোববার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক পর্যালোচনা করে সুপারিশ দিতে সরকার একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান হিসেবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে রাখা হয়। কমিটিকে ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সাধারণ বয়সসীমা ৩০ বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এই বয়সসীমা ৩২ বছর।