শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি;

মা ইলিশের বিচরণ ও অভিপ্রয়াণ নিরাপদ রেখে প্রজননের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের প্রবৃদ্ধি অক্ষুণ্ন রাখার নিমিত্ত এর লক্ষ্যে কুতুবদিয়ার সাগর চ্যানেলে রবিবার (১৩ অক্টোবর ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিভিন্ন জায়গায় নৌ-বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেছে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর।

এ অভিযানে ৩০ টি বেহুন্দি জাল, ২০০ মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে, বড়ঘোপ জেটি ঘাটে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় অংশ নেন, কুতুবদিয়ার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: নাজমুস সাকিব,ক্ষেত্র সহকারী মো. এরফান উদ্দীনসহ বাংলাদেশ নৌবাহিনী একটি দল এবং কুতুবদিয়া মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।