সিবিএন ডেস্ক:
১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ঘটনায় মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।
সোমবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে একটি নবযাত্রার সূচনা হয়। যারা এই গণঅভ্যুত্থান সফল করতে সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে এই সময়ের মধ্যে সংগঠিত কোনো ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না।
মন্ত্রণালয় সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে, এবং এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সুবিধা অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধেও সাবধান করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।