সিবিএন ডেস্ক:

পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ অক্টোবর) দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বেনজীর আহমেদের সঙ্গে অভিযুক্ত অন্য আসামিরা হলেন পাসপোর্ট অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম এবং টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক।

মামলার অভিযোগ অনুযায়ী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি অভিনব প্রতারণার মাধ্যমে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। সরকারি চাকরিজীবী হয়েও তিনি নীল রঙের সরকারি পাসপোর্ট বা ‘লাল পাসপোর্ট’ গ্রহণ করেননি। বরং বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট নবায়নের সময় এই অনিয়ম ধরা পড়লে একবার তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর এবং র‍্যাব সদরদপ্তরকে চিঠি পাঠানো হয়। কিন্তু বেনজীর আহমেদ প্রভাব খাটিয়ে বিষয়টি ম্যানেজ করে নেন।