মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব শেখ আবু তাহের’কে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ অক্টোবর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর উপসচিব (প্রশাসন-২) এস. মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে শেখ আবু তাহেরকে এ দায়িত্ব দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ রয়েছে।
শেখ আবু তাহের বরিশালের জেলা ও দায়রা জজ থাকাবস্থায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে গত ৬ অক্টোবর তাঁকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়।
আইন ও বিচার বিভাগের সদ্য অবসরে যাওয়া সচিব মো. গোলাম রব্বানীর সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় গত ৯ অক্টোবর এক প্রজ্ঞাপনে সরকার তাঁর অবসর মঞ্জুর করে। ফলে আইন ও বিচার বিভাগের সচিবের পদটি শূন্য হয়ে যায়। বিচারক শেখ আবু তাহের সদ্য অবসরে যাওয়া সচিব মো. গোলাম রব্বানীর স্থলাভিষিক্ত হলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।