চট্টগ্রামের মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণার মুখের রাস্তায় ট্রাকের চাপায় সিএনজি অটো রিক্সা আরোহী একই পরিবারের নারী শিশু সহ ৩ জন নিহত হয়েছে। আজ দুপুর ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খৈইয়াছড়া ঝরণা মুখে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সীতাকুণ্ড টেরিয়ালের কাজল রেখা (২৫), নুরজাহান (৫০), আনাস (৭মাস)। তারা সবাই একই পরিবারের সদস্য। এই দূর্ঘটনায় আরো তিন জন গুরুতর আহত হয়েছে।
নিহতের আত্মীয় আমেনা খাতুন জানান, সীতাকুণ্ড টেরিয়াল থেকে দাওয়াত খাওয়ার জন্য খৈইয়াছড়া ঝরণা এলাকায় যাচ্ছিল । ঝরনার মুখে সিএনজি গাড়ি দাড়ালে পিছনে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে এলাকাবসী উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দূর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।