সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সদরের পিএমখালীর বাংলাবাজার নয়াপাড়ার বাঁকখালী নদী সংলগ্ন সোহাগ মেম্বারের বাড়ির ব্রিজের উত্তর পাশে সোহাগ মেম্বারের বাড়ির পাশে রাত ৭ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণ আনে।ফলে আশপাশের অন্যান্য বাড়িগুলো আগুন থেকে রক্ষা পায়।

খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শনে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

ঘটনাস্থলে পরিদর্শন শেষে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এর নির্দেশনায় ও এমএসআই এনজিও’র সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ২৫ কেজি মিনিকেট চাল ১ বস্তা ডাল, ২ লিটার সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, আলু,পানি, ১ টি ত্রিপল ও ২ টি কম্বল সহায়তা প্রদান করা হয়েছে।এবং পরবর্তীতে টিন বরাদ্দ প্রদানের আশ্বাস দেওয়া হয়।