সিবিএন ডেস্ক ;
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুপুর ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মতিয়া চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রীর মর্যাদা লাভ করেন এবং আওয়ামী লীগ আমলে সংসদ উপনেতার দায়িত্বে ছিলেন। তিনি ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত ছিলেন এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণকারী মতিয়া চৌধুরী ১৯৬৪ সালে খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানকে বিয়ে করেন। ইডেন কলেজে অধ্যয়নকালীন ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
মতিয়া চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ১৯৭১ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬, ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং সর্বশেষ আওয়ামী লীগের ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।