এইচ এম রুহুল কাদের, চকরিয়া;

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার কলেজ শিক্ষক আরিফের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার (১৬ অক্টোবর) বাদে আসর পেকুয়া উপজেলার চৌমুহনীস্থ নিহত আরিফের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান। তার আগে সামাজিক কবরস্থানে শায়িত আরিফের কবর জিয়ারত করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। নিহত আরিফের অবুঝ শিশুকে কোলে তুলে নেন। অন্য দুই শিশুকে জড়িয়ে নিলে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়।

এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ। পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম, উপজেলা সেক্রেটারি ইমতিয়াজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, হারবাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুনাইদ সিকদারসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এসময় আব্দুল্লাহ আল ফারুক বলেন, মেধাবী কলেজ শিক্ষক আরিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই ঘৃণ্য বর্বরোচিত হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসাথে প্রশাসনেরও যদি কোনো দুর্বলতা থাকে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।