কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সভায় হাফেজ ছালামতুল্লাহ

জাতির প্রকৃত মুক্তির জন্য ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: ছালামতুল্লাহ

প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৪ ১০:০৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রেস বিজ্ঞপ্তি;

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর ও কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ বলেছেন, নিছক ক্ষমতার হাত বদলের ফলে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয় না; আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামই মুক্তির একমাত্র পথ। তাই নেজামে ইসলাম পার্টি জাতির প্রকৃত মুক্তির লক্ষ্যে শোষিত, বঞ্চিত, দারিদ্র-প্রপীড়িত মানুষের ইসলাম স্বীকৃত অধিকার সমূহ বাস্তবায়নে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করছে। ঈমানী দাবি আদায়ের সংগ্রাম ও জাতীয় কল্যাণে নেজামে ইসলাম পার্টির অবদান অনস্বীকার্য।

তিনি কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ।

এ সভায় ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামী অভিযাত্রার অতীত স্মৃতি, বর্তমান পর্যালোচনা, আগামীর পরিকল্পনা ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে। সেই সাথে আদর্শিক অভিযাত্রাকে নবউদ্যমে ত্বরান্বিত করার লক্ষ্যে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।