সিবিএন ডেস্ক:

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে গণহত্যার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ থেকে শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন হত্যা ও গণহত্যার বিবরণ দেন, যেখানে পিলখানা হত্যাসহ বিচার বহির্ভূত হত্যার ঘটনাও তুলে ধরা হয়। প্রসিকিউশন টিম শেখ হাসিনাসহ আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন জানায়।

এছাড়াও, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় অর্ধশতাধিক অভিযোগ দাখিল করা হয়, যেখানে শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন সদস্যদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে আওয়ামী লীগ সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে।