সিবিএন ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সাথে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়কে অসাংবিধানিক বলে অভিহিত করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে এ রায়ের পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছেন। তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আপিল বিভাগে বিএনপি মহাসচিব মামলাটি লড়বেন। রোববার রিভিউ আবেদনটির শুনানি হবে বলে তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছিল।