ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

শেখ হাসিনা ভারতেই আছেন ও থাকবেন

প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৪ ০৭:১৬ , আপডেট: ১৭ অক্টোবর, ২০২৪ ০৭:৩৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ফাইল ছবি

সিবিএন ডেস্ক:

শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন এবং সেখানেই থাকবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়শওয়াল।

তিনি বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তগুলো সম্পর্কে দিল্লি সচেতন। নিরাপত্তার কারণে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই থাকবেন। ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতে প্রধান আসামি করা হয়েছে তাকে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।