অনলাইন ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন যে, ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে ড. নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার প্রক্রিয়া চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, এই চুক্তি ভারত সঠিকভাবে মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত।
ঢালাও মামলার বিষয়ে তিনি বলেন, অতীতে পুলিশের সহায়তায় বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হতো। বর্তমানে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাই নতুন মামলায় জড়িত হচ্ছেন, তবে নিরপরাধ ব্যক্তিদের শাস্তি না দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গে ড. নজরুল বলেন, সরকার এ ব্যাপারে আগ বাড়িয়ে কিছু করবে না, তবে নিষিদ্ধ করার দাবি বাড়ছে এবং জনপ্রত্যাশা তৈরির ওপর নির্ভর করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে এবং তরকারির দাম বেড়ে গেছে। তবে ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. নজরুল বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসেনি, তবে যখন আন্দোলন চলছিল তখন সাকিব তার বিনোদনের ছবি পোস্ট করছিলেন, যা সমালোচিত হয়েছে।
এছাড়া প্রবাসীদের জন্য ভিআইপি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি, এবং তাদের জন্য পৃথক লাউঞ্জ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।