সিবিএন ডেস্ক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই দাবি জানান।
ফারুক বলেন, “শেখ হাসিনা ১৬ বছর ধরে বাংলাদেশকে মিথ্যার এক জগতে পরিণত করেছেন। আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও সব ধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না।”
এছাড়া তিনি তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, “বাংলাদেশ নিয়ে ভারতের কার্যকলাপ এখনই পর্যবেক্ষণ করার সময়।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।