সিবিএন ডেস্ক:

ডিমের বাজার নিয়ে যখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা, তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নেন নগরের ৫ তরুণ। প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি করে রীতিমতো ভাইরাল হয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বহদ্দারহাটে রিকশাভ্যানে করে ৩ হাজার ডিম বিক্রি করেন মোহাম্মদ আরিফ ও তার চার বন্ধু। ব্যাপক সাড়া পেয়ে, শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চকবাজারের শাহানশাহ মার্কেট ও অলিখাঁ মসজিদের সামনে আরও ৬ হাজার ডিম বিক্রি করেন তারা। এ কাজে স্বেচ্ছাশ্রম দিতে যোগ দেন আরও ৬ তরুণ।

ডিম কিনতে আসা গৃহিণী আকলিমা চম্পা বলেন, “সামাজিক মাধ্যমে জেনে আগেই চলে এসেছি। ১৪০ টাকায় এক ডজন ডিম পেয়ে খুব ভালো লাগছে।”

উদ্যোক্তা মোহাম্মদ আরিফ জানান, ডিমের বাজারে নৈরাজ্য দেখে তারা বোয়ালখালীর একটি খামার থেকে ডিম এনে নগরে ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেন। তিনি বলেন, “প্রতি ডজন ডিমে আমাদের খরচ ১৪০ টাকা, আর সেই দামেই বিক্রি করার সিদ্ধান্ত নিই।”

আরিফ আরও বলেন, “সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে। আমাদের দেখে অন্যরাও এগিয়ে এলে সেটাই হবে সবচেয়ে বড় সার্থকতা।”