নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কক্সবাজার জোনের লবণ মিল মালিকদের নিয়ে অর্ধবার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইসলামপুর লবণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় বিভিন্ন লবন মালিকরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান মিয়া।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে পর্যালোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিসিক ঢাকা লবণসেল প্রধান ইঞ্জিনিয়ার সরওয়ার হোসেন।

বিসিক কক্সবাজার লবণ শিল্প কার্যালয়ের ডিজিএম জাফর ইকবাল ভূঁইয়া, কক্সবাজার জেলা কার্যালয়ের এজিএম রিদওয়ানুর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বুদ্ধিদীপ্ত ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।