সিবিএন ডেস্ক ;

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে সরকারি বন থেকে গাছ কেটে পাচারের সময় কাঠভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায় পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল এর নেতৃত্বে তেতৈয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, একটি কাঠ পাচার সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বনায়ন থেকে সরকারি গাছ কেটে রাতের আঁধারে ডাম্পারে করে পাচার করে আসছিল।আর এসব কাঠ সরাসরি চলে যায় অবৈধভাবে স্থাপিত করাতকলে।এসব করাতকলে প্রতিদিন চেরাই করা হয় শত শত ফুট সরকারি কাঠ।

গতকাল রাতে বন বিভাগের কাছে সংবাদ আসে খুরুশকুলের থেকে ডাম্পার গাড়িতে করে সরকারি কাঠ পাচার হচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে পিএমখালী রেঞ্জের তোতকখালি, খুরুশকুল ও পিএমখালী বিটের স্টাফসহ রেঞ্জ কর্মকর্তা তেতৈয়ার বটতলী এলাকায় অভিযান চালিয়ে আকাশমনি ও সেগুন কাঠভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। অভিযানে ৮৫ টি সেগুন বল্লি,৭৫ টি আকাশমনি ও ১০০ পিস চেরাই আকাশমনি।

এ বিষয়ে পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল বলেন,পিএমখালী রেঞ্জের তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি কাঠবোঝাই ডাম্পার জব্দ করে রেঞ্জ হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।