সিবিএন ডেস্ক:
শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডে হঠাৎ ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথমবার দলটি বা এর অঙ্গসংগঠন প্রকাশ্যে মিছিল করল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে একটার দিকে চেরাগী পাহাড় মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের কাছে এসে আচমকা শেষ হয়। মিছিলে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। একই সময়ে খুলশীর জাকির হোসেন রোডেও এ ধরনের মিছিলের খবর পাওয়া গেছে।
জামালখানের মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন শ্লোগান শোনা যায়। জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।