নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া-লোহাগাড়া:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ১০ দোকানদারের কাছ থেকে ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দোহাজারী পৌরসভার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।