সিবিএন ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন নেতাকর্মীকে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা মারধর করেছে।
আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির জন্য জড়ো হন। এরপর বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়।
একপর্যায়ে বিএনপির ৪-৫ জন কর্মী আওয়ামী লীগের একজন কর্মীকে বেধড়ক মারধর করে। এই ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় বিএনপি কর্মীরা চিৎকার করে বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়কারে ধর-পালাইতেছে।’
ধাওয়া খেয়ে আওয়ামী লীগের এক কর্মী দৌড়াতে দৌড়াতে বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।