ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪ ০৩:৪৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

সিবিএন ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর আল জাজিরা

আইডিএফ জানায়, রাজধানী তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে হিজবুল্লাহর ড্রোন আঘাত হানে। তবে হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী ও পরিবার বাড়িতে উপস্থিত ছিলেন না।

ইসরায়েলি সেনাবাহিনী এবং নেতানিয়াহুর কার্যালয় ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ড্রোনটি লেবানন থেকে প্রায় ৭০ কিলোমিটার উড়ে এসে সরাসরি নেতানিয়াহুর বাড়িতে আঘাত করে।

হামলার সময় আরও দুটি ড্রোন তেল আবিবের দিকে পাঠানো হয়েছিল, তবে ইসরায়েলি সেনাবাহিনী সেগুলো প্রতিহত করার দাবি করেছে।