প্রেস বিজ্ঞপ্তি,

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ন্যায় ও ইনসাফ আজ সমাজ থেকে বিদূরিত হয়ে পড়েছে। সমাজের সর্বত্র অন্যায় -অবিচার ও জুলুমে ভরে গেছে। ধনী- গরিবের বৈষম্য সমাজে শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করছে। তাই আমাদের তরুণ প্রজন্মের বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবিরকে ভূমিকা পালন করতে হবে। ছাত্র শিবিরের এক ঝাঁক তরুণ মেধাবীরাই পারবে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশে নেতৃত্ব দিতে। এজন্য একজন শিবির কর্মীকে সর্বক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে হবে। ১৯ অক্টোবর শনিবার উখিয়া উপজেলা ছাত্র শিবিরের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা ছাত্রশিবির সভাপতি ওসমান সরওয়ারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শিবিরের সভাপতি মুছা ইবনে হোছাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান, ঠাকুরগাঁও শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল, রাজাপালং জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন জেলা শিবিরের সাবেক সভাপতি কামাল উদ্দিন, সাবেক উপজেলা সভাপতি হাফেজ রিদুয়ানুল করিম, বোরহান উদ্দিন, রত্না পালং জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইব্রাহিম রাসেল।

উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ মুদ্দাসিসরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।