ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আওয়ামী লীগ প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায় বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীতে ভাষা সাহিত্য চর্চা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘নজরুল সাহিত্যে বৈষম্যবিরোধী চেতনা’ শীর্ষক আলোচনা এবং শহীদদের পরিবারের আর্থিক অনুদান ও দোয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবদুল হান্নান মাসুদ বলেন, ‘কুমিল্লার একটি স্থানে নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের আওয়ামী লীগ নেতারা একত্রিত হচ্ছেন সভা করার জন্য। ভারতের আগরতলায় তারা একটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন।
সেই সমাবেশ থেকে তারা একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে চায়, শেখ হাসিনা ওই সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে আমাদের দেশের গোয়েন্দাদের কাছে তথ্য আছে বলে জানান তিনি।
এদিন রাত সাড়ে ৮টায় কুমিল্লা নগরীর টাউনহল মাঠে আয়োজিত আরেক সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও একই দাবি করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা ভারতের ত্রিপুরা রাজ্যে জমায়াতের অপচেষ্টা করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের দালাল যারা রয়েছে ছাত্রলীগ, যুবলীগকে পুনর্বাসনের অপচেষ্টাকে সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে কুমিল্লা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের রূপকার খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।
এ সমন্বয়ক বলেন, আপনারা জানেন বিগত সময় কুমিল্লার মানুষ ‘খুনি’ বাহারের (কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার) ত্রাসের রাজত্বে ছিলেন। ব্যবসায়ী, হাসপাতাল ও রাস্তার ফুডকার্টেও চাঁদা দিতে হয়েছে। বাহার গং কুমিল্লার মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা কুমিল্লাবাসী বাহারসহ ফ্যাসিবাদ ব্যবস্থাকেই বিলুপ্ত করে দিয়েছি।
– দেশ রূপান্তর
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।