সিবিএন ডেস্ক ;
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২৫ এ বাংলাদেশের শীর্ষ ১৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা হিসেবে চিহ্নিত হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের ১৫৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রথম স্থানে, দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান ৫ম এবং বৈশ্বিক র্যাংক ১,৯২৫। ব্র্যাক ইউনিভার্সিটি ১১তম এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে।
এডি সায়েন্টিফিক ব্যাংকিং ৯টি প্যারামিটার ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক উপাত্ত ও গুগল সাইটেশন বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।