সিবিএন ডেস্ক ;
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা ২০ অক্টোবর থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর দেশে স্বর্ণের দাম কমানো হয়েছিল, তবে সেপ্টেম্বর মাসে চার দফায় দাম বাড়ানো হয়েছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।