সিবিএন ডেস্ক ;
মাদারীপুর থেকে ১২টি মামলার আসামি শামসুল সর্দার ওরফে কোপা শামসুকে (৫২) গ্রেফতার করেছে র্যাব-৮।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র্যাব। কোপা শামসুকে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের সদর উপজেলার বড় মেহের এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ২৭ আগস্ট তিনি ও তার সহযোগীরা বিস্ফোরক দ্রব্যসহ একটি ককটেল মোনাচ্ছের ফকিরের ঘরে রেখে যায়, যা ৩০ আগস্ট বিস্ফোরিত হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি সহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে।
স্থানীয়রা তাকে দীর্ঘদিন ধরে চিনলেও পুলিশ তাকে ধরতে পারেনি, অবশেষে র্যাবের চৌকস দল তাকে গ্রেফতার করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।