সিবিএন ডেস্ক ;
সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী নাদিয়া বেগম (৪০) স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে এবং শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ খাটের নিচে ইট দিয়ে লুকিয়ে রাখারও অভিযোগ রয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে ওই ইমাম মাওলানা রুহুল আমীনের (৩৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হিলালপুর গ্রামের একটি মসজিদের ইমামতি করতেন। নিহত রুহুল আমীন সিলেটের গোয়াইনঘাট থানার ডেমি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
পুলিশের তথ্যমতে, নাদিয়া বেগম ও রুহুল আমীনের পরিচয় হয় প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনের মাধ্যমে। ২০২০ সালে মোবাইল ফোনেই তাদের বিয়ে হয়। তবে, সম্প্রতি রুহুল আমীন দ্বিতীয় বিয়ে করলে, প্রথম স্ত্রী নাদিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে। শুক্রবার রাতে নাদিয়া বেগম তার স্বামীকে ঘুমের ওষুধ মেশানো ভাত খাইয়ে অচেতন করেন এবং পরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখেন তিনি।
শনিবার বিকেলে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, প্রাথমিক তদন্তে অচেতন করে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।