সিবিএন ডেস্ক:
সরকারি ১০ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। এই ব্যাংকগুলো হল সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকে চুক্তিভিত্তিক এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংক।
বিশেষায়িত চারটি ব্যাংকে, যথা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, কৃষি ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে এমডি নিয়োগ দেয়া হয়েছে। এসব ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডি) পদোন্নতি দিয়ে এমডি হিসেবে নিয়োগ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়োগের পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. শওকত আলী খান, জনতা ব্যাংকে মো. মজিবর রহমান, অগ্রণী ব্যাংকে মো. আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংকে মো. আ. রহিম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকে মো. কামরুজ্জামান। ও পদায়ন করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।