সিবিএন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুটি মীমাংসিত এবং এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল বা বিব্রত না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রচারিত তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। রাষ্ট্রপতির স্পষ্ট বক্তব্য হলো, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সব প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৮ আগস্ট, ২০২৪-এর আদেশে স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন, যার প্রেক্ষিতে আপিল বিভাগ তার মতামত দেয়। রাষ্ট্রপতি আহ্বান জানান, এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত না করার জন্য সকলকে সতর্ক থাকার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।