সিবিএন ডেস্ক:

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শিগগিরই রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (২১ অক্টোবর) কোটাবিরোধী আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শেখ হাসিনাসহ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আব্দুল হান্নান মাসউদ বলেন, “শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এবং দ্রুত পদত্যাগ করতে হবে। খুব শিগগিরই আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করব।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় ৩৮৭ জনের নাম উল্লেখসহ ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে এক সময় বলেছিলেন তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, কিন্তু পরে বলেছেন তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।