সিবিএন ডেস্ক;

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর এবং আদাবর থানায় হত্যা মামলা রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে পল্লবী থানায় রাখা হয়েছে।

গ্রেফতারের আগে ব্যারিস্টার সুমন ফেসবুকে লেখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দো’আ করবেন সবাই।” তিনি একটি ভিডিও বার্তায় জানান, রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশত্যাগ করেননি এবং নিরাপত্তার কারণে তার অবস্থান গোপন রেখেছেন।

তিনি বলেন, “দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করবো,” এবং উল্লেখ করেন, তিনি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধ কোন কাজের সাথে যুক্ত হননি। এছাড়াও, তার বিরুদ্ধে মামলা হলে আইনজীবী হিসেবে আইন মেনে মোকাবেলার প্রতিশ্রুতি দেন।

বর্তমানে তিনি সিএমএম আদালতে আছেন এবং পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, যিনি সংক্ষিপ্ত সময়ে মানুষের কল্যাণে কাজ করেছেন বলে দাবি করেন।