সিবিএন ডেস্ক ;

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কমিটিতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক এই ফাউন্ডেশন ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হচ্ছে নিহতদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, কর্মসংস্থান এবং চিকিৎসাসেবা প্রদান। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।