সিবিএন ডেস্ক ;
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনা রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ের নতুন ট্রেন, যা যশোরসহ বিভিন্ন স্টেশন হয়ে আজ রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা তেজগাঁও রেলস্টেশনে পৌঁছাবে। বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ট্রেনটির উদ্বোধন করেন।
নতুন ট্রেনটি কৃষিপণ্য পরিবহনের জন্য বিশেষভাবে চালু করা হয়েছে, যা সাধারণ ও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের মাধ্যমে পচনশীল পণ্য পরিবহণের সুযোগ দেবে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত কৃষিপণ্যের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ টাকা ৪৭ পয়সা।
এটি প্রতি সপ্তাহে তিন দিন চলাচল করবে:
– মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে
– বৃহস্পতিবার সকাল ৭টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে
– শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে রহনপুর থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, নিয়মিত কৃষিপণ্য পরিবহণ শুরু হলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং কৃষি পণ্যের দাম কমবে। সুজিত কুমার বিশ্বাস বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষিপণ্য ঢাকায় আনার জন্যই এই স্পেশাল ট্রেন চালু করা হয়েছে, যাতে ব্যবসায়ীরা সুলভ মূল্যে পণ্য পেতে পারেন।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।